রোহিঙ্গাদের জন্ম সনদ দেয়ায় তাহিপুরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

8
বরখাস্তকৃত চেয়ারম্যান আফতাব উদ্দিন।

বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
রোহিঙ্গাদের জন্ম সনদ দেয়ায় তাহিপুরে এক ইউপি চেয়াম্যানকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বহিষ্কৃত চেয়ারম্যান আফতাব উদ্দিন তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান। ২০১৬ সালে জনগণের ভোটে তিনি নির্বাচিত হন।
নির্বাচিত হওয়ার পর ২০১৭ সালে সেপ্টেম্বর মাসে ১১ রোহিঙ্গা নাগরিক কে তিনি বাদাঘাট ইউনিয়নের নাগরিক্ত সনদ প্রদান করেন। এ সংক্রান্ত একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তার বিরুদ্ধে তদন্তে নামে প্রশাসন।
এরই ধারাবাহিকতায় চলমান তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার বিভাগের উপ সচিব ইফতেখার আহমেদ গত ০৪-০২-২০২০ তারিখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অভিযুক্ত আফতাব উদ্দিন কে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় আফতাব উদ্দিন কর্তৃক সংগঠিত অপরাধ মূলক কার্যক্রম জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ থেকে সাময়কিভাবে বরখাস্ত করা হলো। এ সংক্রান্ত একটি পত্র গত রবিবার সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে এসে পৌছে। যার স্মারক নং ৪৬.০০.৯০০০.০১৭.২৭.০০৪১৯.১৩৫।
এ বিষয়ে চেয়ারম্যান আফতাব উদ্দিন এর মতমত জানতে তার মোবইলে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয় নি।