করোনার ভয়

19

সামিউল ইসলাম

আজ করোনা, ভয় ছাড়ে না
সবার মুখে মুখে
সুখের ঘুম তো কবেই ভাঙ্গছে
অশ্রু দু’টি চোখে।

শত মায়ের কোল কেড়েছো
শত ভাইয়ের জান
বৃদ্ধ দাদুর প্রান কেড়েছো
খুকির গাওয়া গান।

আর কেড়েছো কি বলতো ?
মায়ের মায়া টান
মায়ের মুখে ডাক কেড়েছো
ওরে মানিক চাঁন।

তোর ভয়ে তে বন্ধ হয়ছে
চাষা ভাইয়ের কাম
জ্বর কাশিতে মরলে কেহ
বলছে তোরই নাম।

আমজনতাও কাঁপছে ভয়ে
ঝরছে গায়ের ঘাম
মুখে মুখে জপছে সবে
প্রভু তোমার নাম।