কৃষক-শ্রমিক

31

জালাল আহমেদ জয়

শ্রম-মায়ায়, আপন ছায়ায়
নম্র-ভদ্র উদার হাওয়ায়
বিনিদ্র-প্রহরে; গ্লানি-সারাবেলা
সুনিদ্রা-স্পর্শে নতুনের খেলা।

স্বল্পতায় পূর্ণ যাহার প্রাণে
আল্পনায় সুখ মনেরই গানে,
তাদের কোন জুড়ি নাই !
মোদের চেয়েও গুণী, কৃষক-শ্রমিক ভাই।

সবুজ-শ্যামল ফসলের টানে;
কৃষকের বেলা কেটে যায়,
অবুঝ-কোমল মায়ার পাণে
বৃষ্টিতে ভেজায়।

শহর-বাড়ি শত কাজে, শ্রমিকের অবদান ;
নগর-সারি সাজে যেন, তাদের আত্মদান,
তৃপ্ততায় গাই তাহাদের গান ;
দৃপ্ততায় হৃদয়ের পরশে, জানাই সম্মান।