করোনা সংক্রমণ বাড়ার আশংকায় প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ॥ মসজিদে নামাজে মাস্ক পরার তাগিদ

20
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রী পরিষদ কক্ষ প্রান্তে যুক্ত হয়ে মন্ত্রী পরিষদ বৈঠকে সভাপতিত্ব করেন।

কাজিরবাজার ডেস্ক :
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ দেশে আসন্ন শীতে আরও বেড়ে যেতে পারে এমন শঙ্কা থেকে এখনই সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে গত কয়েক মাসের অভিজ্ঞতাকে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন সরকারপ্রধান।
সোমবার মন্ত্রী সভার বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। ভার্চুয়াল এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রী পরিষদ সচিব বলেন, ‘আগামী অক্টোবর-নভেম্বরে করোনার সেকেন্ড ওয়েভ আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’
সচিব জানান, নতুন করে করোনা সংক্রমণের প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে।
আনোয়ারুল ইসলাম জানান, মন্ত্রী সভার অনির্ধারিত আলোচনায় করোনা সংক্রমণ পরিস্থিতিতে সচেতনতার প্রসঙ্গ আসে। বৈঠক থেকে সবাইকে মাস্ক পরার জন্য সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। মসজিদে জোহর ও মাগরিবের নামাজের সময় মাস্ক পরার ব্যাপারে প্রচারের জন্য বলা হয়েছে।
করোনাকালে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানান মন্ত্রী পরিষদ সচিব।
মন্ত্রী সভার বৈঠকে মেডিকেল শিক্ষায় গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে খুলনায় একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা আইন ২০২০’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রী সভা।
এর ফলে খুলনা বিভাগের মেডিকেল কলেজসহ চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই বিশ্ববিদ্যালয়ের আওতাধীন থাকবে।
এ ছাড়া বাংলাদেশ পর্যটন করপোরেশন আইন ২০২০-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।