করোনা মোকাবেলায় এডিবি বাংলাদেশকে ১০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে

7

কাজিরবাজার ডেস্ক :
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি মোকাবেলায় জরুরি স্বাস্থ্যসেবাখাতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে দশ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা দেবে। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাটি ইতিমধ্যে এই ঋণ অনুমোদন করেছে।
বৃহস্পতিবার সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এডিবির ভাইস প্রেসিডেন্ট শিশিন চেন বলেন, ‘কোভিড-১৯ এর এই দুঃসময়ে এডিবি বাংলাদেশের সাথে আছে। জরুরি স্বাস্থ্যসেবা প্রদান, সুরক্ষা ও সেবা সামগ্রী সরবরাহ, রোগ নির্ণয় ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে দেশটি এই অর্থ কাজে লাগাতে পারবে।’
কোভিড নাইনটিন রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিসটেন্স প্রজেক্ট নামে এই প্রকল্পের অধীনে বাংলাদেশ পরীক্ষার জন্য অবিলম্বে সরঞ্জাম কিনতে পারবে। চিকিৎসা খাতের কাঠামো উন্নত করতে পারবে এবং রোগ বিস্তারের ওপর নজর রাখা, তা ছড়ানো বন্ধে ব্যবস্থা গ্রহণ ও রোগ প্রতিরোধ ব্যবস্থার সক্ষমতা বাড়াতে পারবে।