৮শ’ নেতাকে মনোনয়নের চিঠি দিল বিএনপি

128

কাজিরবাজার ডেস্ক :
আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে দুই দিনে দলের ৮০০ নেতাকে মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি। এদের সবাই আজ মনোনয়নপত্র জমা দিয়ে দেবেন রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে।
মঙ্গলবার বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শেষে এ তথ্য জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কোনো জাতীয় নির্বাচনে এত বেশি প্রার্থীকে মনোনয়নের চিঠি বিতরণের উদাহরণ নেই। বিএনপি জানিয়েছে, মামলা-সংক্রান্ত জটিলতা বা খেলাপি ঋণের সমস্যা থাকতে পারে। এ কারণে তাদের প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই একজনের প্রার্থিতা বাতিল হলে যেন অন্য কেউ দলের প্রার্থী হয়ে লড়তে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা হয়েছে।
মনোনয়নের চিঠি দেওয়া শেষ হলেও এখনো কোন কোন আসন নিজেরা এবং কোনগুলো শরিকদের ছেড়ে দেওয়া হবে, সেটি নিশ্চিত হয়নি। আসন বণ্টনের এই আলোচনা আরও পরে হবে বলে জানানো হয়েছে।
আগামী ৩০ ডিসেম্বরের ভোটকে সামনে রেখে সোমবার মনোনয়নের চিঠি বিতরণ শুরু করে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে মনোনয়নের চিঠি দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রম। প্রথম দিন রাত চারটা পর্যন্ত চিঠি দিলেও কাজ শেষ করা যায়নি।
দ্বিতীয় দিন ফরম বিতরণ শুরু হয় সকাল ১০টার পর থেকে। আর শেষ হয় বিকেলে। এ সময় মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দল থেকে এখন পর্যন্ত মনোনয়ন দিয়েছি প্রায় ৮০০। ২০ দলীয় জোটের শরিকদেরও দেওয়া হয়েছে। আর জাতীয় ঐক্যফ্রন্ট তাদের নিজ নিজ দল থেকে মনোনয়ন দিচ্ছে। যখন বাছাই শেষ হবে, তখন ঠিক আসন বণ্টন ঠিক করা হবে।’
২০ দলীয় জোটের শরিকদের কত আসন ছাড়ছে বিএনপিÑএমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘সঠিক ফিগার বলতে পারব না। সম্ভবত ৫০।’
ঐক্যফ্রন্টের শরিকদের কত আসন ছাড়া হবে, জানতে চাইলে ফখরুল বলেন, ‘এখন তারা তাদের দল থেকে মনোনয়ন দিচ্ছেন। পরে এটা আলোচনা করে ঠিক করা হবে।’
যারা পেলেন মনোনয়নের চিঠি
রংপুর বিভাগ :
পঞ্চগড়-১: নওশাদ জমির/তৌহিদুল ইসলাম, পঞ্চগড়-২: ফরহাদ হোসেন আজাদ/ তাসনিয়া প্রধান (জাগপা)।
ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২: টি এম মাহবুবুর রহমান/আবদুস সালাম/জুলফিকার মুর্তাজা চৌধুরী তুলা/আব্দুল হাকিম (জামায়াত), ঠাকুরগাঁও-৩: জাহিদুর রহমান/জিয়াউল ইসলাম জিয়া।
দিনাজপুর-১: মঞ্জুরুল ইসলাম/মামুনুর রশিদ, দিনাজপুর-২: সাদিক রিয়াজ, দিনাজপুর-৩: সৈয়দ জাহাঙ্গীর/মোজাম্মেল দুলাল, দিনাজপুর-৪: হাফিজুর রহমান/আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫: এ জেড এম রেজওয়ানুল হক/জাকারিয়া যাক বাচ্চু, দিনাজপুর-৬: লুৎফর রহমান মিন্টু/শাহীনুর ইসলাম ম-ল।
রংপুর-১: মোকাররম হোসেন সুজন, রংপুর-২: ওয়াহেদুজ্জামান মামুন/মোহাম্মদ আলী, রংপুর-৩: মোজাফফর হোসেন/রিতা রহমান, রংপুর-৪: এমদাদুল হক ভরসা, রংপুর-৫: সোলাইমান আলী/মমতাজ আলী, রংপুর-৬: সাইফুল ইসলাম।
কুড়িগ্রাম-১: সাইফুর রহমান রানা/শামীমা রহমান আপন, কুড়িগ্রাম-২: সোহেল হোসেন কায়কোবাদ/আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম-৩: তাজবিরুল ইসলাম/আব্দুল খালেক, কুড়িগ্রাম-৪: মোখলেছুর রহমান/আজিজুর রহমান।
গাইবান্ধা-১: খন্দকার জিয়া ইসলাম/মাজহারউল ইসলাম, গাইবান্ধা-২: মাহমুদুন্নবী টুটুল/আহাদ আহমেদ/আব্দুল রশিদ সরকার, গাইবান্ধা-৩: মইনুল হাসান সাদিক, গাইবান্ধা-৪: ওবায়দুল হক/ফারুক আলম, গাইবান্ধা-৫: হাসান আলী/ফারুক কবীর/মঞ্জুরুল ইসলাম।
লালমনিরহাট-১: হাসান গাজী/মোশারফ হোসেন, লালমনিরহাট-২: সালাউদ্দিন আহমেদ হেলাল/রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-৩ আসাদুল হাবিব দুলু।
নীলফামারী-১: ন্যান্সি রহমান/রফিকুল ইসলাম, নীলফামারী-২: শামসুজ্জামান জামান/আকতারুজ্জামান, নীলফামারী-৩: ফাহমিদ ফয়সাল চৌধুরী, নীলফামারী-৪: আমজাদ হোসেন সরকার/বেবী নাজনীন।
রাজশাহী বিভাগ :
বগুড়া-১: মো. শোকরানা/কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২: আহমুদুর রহমান মান্না/মীর শাহে আলম, বগুড়া-৩: আবদুল মুহিত তালুকদার/মাসুদা মোমেন, বগুড়া-৪: মোশাররফ হোসাইন/জিয়াউল হক মোল্লা, বগুড়া-৫: গোলাম মোহাম্মদ সিরাজ/জানে আলম খোকা, বগুড়া-৬ বেগম খালেদা জিয়া/সাইফুল ইসলাম/মাহবুবুর রহমান, বগুড়া-৭ বেগম খালেদা জিয়া/মোর্শেদ মিল্টন।
জয়পুরহাট-১: ফয়সাল আলীম/ফজলুর রহমান, জয়পুরহাট-২: আবু ইউসুফ খলিকুর রহমান/গোলাম মোস্তফা।
চাঁপাইনবাবগঞ্জ-১: শাহজাহান মিয়া/বেলালি বাকি, চাঁপাইনবাবগঞ্জ-২: আমিনুল ইসলাম/আনোয়ারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩: আবদুল ওয়াহেদ/হারুন রশিদ।
রাজশাহী-১: আমিনুল হক/আভা হক, রাজশাহী-২: মিজানুর রহমান মিনু/সাইফ হাসান, রাজশাহী-৩: শফিকুল হক মিলন/মতিউর রহমান মন্টু, রাজশাহী-৪: আবু হেনা/আব্দুল গফুর রাজশাহী-৫: নাদিম মোস্তফা/নজরুল ম-ল, রাজশাহী-৬: আবু সাইদ চান/নুরুজ্জামান খান মানিক।
নাটোর-১: তাইফুল ইসলাম টিপু/কামরুন্নাহার শিরীন, নাটোর-২: রুহুল কুদ্দুস তালুকদার দুলু/সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর-৩: দাউদার মাহমুদ/আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪: আবদুল আজিজ।
নওগাঁ-১: সালেক চৌধুরী/মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২: শামসুজ্জোহা খান/খাজা নজিবুল্লাহ চৌধুরী, নওগাঁ-৩: রবিউল আলম বুলেট/পারভেজ আরেফিন সিদ্দিকী, নওগাঁ-৪: শামসুল আলম প্রামাণিক/একরামুল বারী টিপু, নওগাঁ-৫: জাহিদুল ইসলাম ধলু/নজমুল হক সনি, নওগাঁ-৬: আলমগীর কবির/শেখ রেজাউল ইসলাম রেজু।
পাবনা-১: সালাউদ্দিন খান, পাবনা-২: এ কে এম সেলিম রেজা হাবিব/হাসান জাবির তুহিন, পাবনা-৩ কে এম আনোয়ারুল ইসলাম/হাসাদুল ইসলাম হিরা, পাবনা-৪: হাবিবুর রহমান হাবিব/সিরাজুল ইসলাম সরদার, পাবনা-৫: শামসুর রহমান শিমুল বিশ্বাস।
সিরাজগঞ্জ-১: কনক চাঁপা/নাজমুল হাসান রানা, সিরাজগঞ্জ-২: ইকবাল হাসান মাহমুদ টুকু/রুমানা মাহমুদ, সিরাজগঞ্জ-৩: আইনুল হক/আবদুল মান্নান তালুকদার, সিরাজগঞ্জ-৪: রফিকুল ইসলাম খান (জামায়াত), সিরাজগঞ্জ-৫: রকিবুল করিম খান পাপ্পু/আমিরুল ইসলাম খান আলিম, সিরাজগঞ্জ-৫: কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিস/এম এ মুহিত।
খুলনা বিভাগ :
খুলনা-১: আমীর এজাজ খান, খুলনা-২: মঞ্জুরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩: রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪: আজীজুল বারী হেলাল/শরিফ শাহ কামাল তাজ, খুলনা-৫: মামুন রহমান/গাজী আবদুল হক খুলনা-৬: রফিকুল ইসলাম।
সাতক্ষীরা-১: হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-২: আবদুল খালেদ (জামায়াত), সাতক্ষীরা-৩: রবিউল বাশার, সাতক্ষীরা-৪: গাজী নজরুল ইসলাম।
কুষ্টিয়া-১: রেজা আহমেদ, কুষ্টিয়া-২: ফরিদা ইয়াসমিন/আহসান হাবিব লিংকন (জাতীয় পার্টি-কাজী জাফর) কুষ্টিয়া-৩: সোহরাব উদ্দীন/জাকির হোসেন সরকার, কুষ্টিয়া-৪: সৈয়দ মেহেদী আহমেদ রুমী/নুরুল ইসলাম আনসার প্রামাণিক।
চুয়াডাঙ্গা-১: শামসুজ্জামান দুদু, চুয়াডাঙ্গা-২: মাহমুদ হাসান খান।
ঝিনাইদহ-১: আসাদুজ্জামান আসাদ/জয়ন্ত কুমার কু-ু, ঝিনাইদহ-২: আবদুল মজিদ/এস এম মশিউর রহমান, ঝিনাইদহ-৩: মনির খান/মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৪: সাইফুল ইসলাম ফিরোজ/শহিদুজ্জামান বেল্টু।
মেহেরপুর-১: মাসুদ অরুণ, মেহেরপুর-২: আমজাদ হোসেন/জাবেদ মাসুদ মিল্টন/শরীফ উদ্দীন।
নড়াইল-১: বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২: ফরিদুজ্জামান ফরহাদ (এনপিপি)।
যশোর-১: মফিকুল হাসান তৃপ্তি/হাসান জহির, যশোর-৩: অনিন্দ্য ইসলাম অমিত/সাবেরুল হক, যশোর-৪: টি এস আইয়ুব/ফারাজি মতিয়ার রহমান/সুকৃতি কুমার ম-ল (মাইনোরিটি জনতা পার্টি), যশোর-৬: অমলেন্দু দাস অপু/আবুল হোসেন আজাদ/আবদুস সামাদ বিশ্বাস।
মাগুরা-১: মনোয়ার হোসেন খান, মাগুরা-২: নিতাই রায় চৌধুরী/মোজাফফর হোসেন টুকু।
বরিশাল বিভাগ :
বরিশাল-১: জহির উদ্দিন স্বপন/আবদুস সোবহান, বরিশাল-২: সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল/সর্দার শরফুদ্দিন আহমেদ সান্টু/শহীদুল হক জামাল, বরিশাল-৩: সেলিমা রহমান/জয়নুল আবেদীন, বরিশাল-৪: মেজবাহ উদ্দিন ফরহাদ/রাজিব আহসান, বরিশাল-৫: মজিবুর রহমান সরোয়ার/এবায়দুল হক চান, বরিশাল-৬: আবুল হোসেন/আবদুর রশিদ খান।
পটুয়াখালী-১: আলতাফ হোসেন চৌধুরী/সুরাইয়া আখতার চৌধুরী, পটুয়াখালী-২: শহীদুল আলম তালুকদার/মুনির হোসেন/সালমা আলম, পটুয়াখালী-৩: হাসান মামুন/শাহজাহান খান/গোলাম মওলা রনি, পটুয়াখালী-৪: এ বি এম মোশাররফ হোসেন/মনিরুজ্জামান মনির।
ঝালকাঠি-১: শাহজাহান ওমর/রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টো/জেবা আহমেদ খান।
বরগুনা-১: মতিউর রহমান তালুকদার/নজরুল ইসলাম মোল্লা, বরগুনা-২: নুরুল ইসলাম মনি/খন্দকার মাহবুব হোসেন।
ভোলা-১: আন্দালিব রহমান পার্থ (বিজেপি)/গোলাম নবী আলমগীর/হায়দার লেলিন, ভোলা-২: হাফিজ ইব্রাহিম/রফিকুল ইসলাম মনির, ভোলা-৩: হাফিজ উদ্দিন আহমেদ/কামাল হোসেন, ভোলা-৪: নাজিম উদ্দিন আলম/নুরুল ইসলাম নয়ন।
পিরোজপুর-১: মোস্তফা জামাল হায়দার/সরোয়ার হোসেন, পিরোজপুর-২: মোস্তাফিজুর রহমান ইরান (লেবার পার্টি), পিরোজপুর-৩: রুহুল আমিন দুলাল/শাহজাহান মিয়া।
ঢাকা বিভাগ :
ঢাকা-১: সায়মা হোসেন বুবলী/খন্দকার আবু আশফাক/অন্তরা সেলিমা হুদা, ঢাকা-২: আমান উল্লাহ আমান/ইরফান ইবনে আমান, ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়/নিপুণ রায় চৌধুরী, ঢাকা-৪: সালাহউদ্দিন আহমেদ, ঢাকা-৫: নবী উল্লাহ নবী, ঢাকা-৬: ইশরাক হোসেন ও কাজী আবুল বাশার, ঢাকা-৮: মির্জা আব্বাস, ঢাকা-৯: হাবীব-উন নবী খান সোহেল/আফরোজা আব্বাস, ঢাকা-১০: নাসিরউদ্দিন অসীম, ঢাকা-১২: সাইফুল আলম নীরব/আনোয়ারুজ্জামান আনোয়ার; ঢাকা-১৩: আবদুস সালাম/আতাউর রহমান ঢালী, ঢাকা-১৪: আমিনুল ইসলাম/সৈয়দ আবু বকর সিদ্দিক (সাজু), ঢাকা-১৬: আহসান উল্লাহ হাসান/মোয়াজ্জেম হোসেন, ঢাকা-১৭: রুহুল আলম চৌধুরী/ফরহাদ হালিম ডোনার/কামাল জামান মোল্লা, ঢাকা-১৮: এস এম জাহাঙ্গীর হোসেন/বাহাউদ্দীন সাদী, ঢাকা-১৯: দেওয়ান মো. সালাহ্উদ্দিন, ঢাকা-২০: জিয়াউর রহমান/সুলতানা আহমেদ।
গাজীপুর-১: চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, গাজীপুর-২: এম মঞ্জুরুল করিম রনি/সৌরভ উদ্দিন, গাজীপুর-৪: কাজী খায়রুজ্জামান শিপন/রিয়াজুল হান্নান।
নরসিংদী-১: খায়রুল কবির খোকন, নরসিংদী-২: আবদুল মঈন খান, নরসিংদী-৩: মঞ্জুর এলাহী/সানাউল্লাহ মিয়া/আকরামুল হাসান মিন্টু, নরসিংদী-৪: সরদার সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৫: এ কে নেছার উদ্দিন/আশরাফ উদ্দিন।
মুন্সিগঞ্জ-১: শাহ মোয়াজ্জেম/মীর সরাফত আলী সপু/শেখ মো. আবদুল্লাহ, মুন্সিগঞ্জ-২: শাহ সৈয়দ সরোয়ার/মিজানুর রহমান সিনহা, মুন্সিগঞ্জ-৩: আব্দুল হাই।
নারায়ণগঞ্জ-১: মুস্তাফিজুর রহমান দিপু ভুইয়া/তৈমুর আলম খন্দকার/কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ-২: আতাউর রহমান আঙ্গুর/নজরুল ইসলাম আজাদ/মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ-৩: আজহারুল ইসলাম মান্নান/খন্দকার আবু জাফর, নারায়ণগঞ্জ-৪: শাহ আলম/মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ-৫: আবুল কালাম/মাকসুদুল আলম খন্দকার খোরসেদ।
মানিকগঞ্জ-১: এস এ জিন্নাহ কবীর/তোজাম্মেল হক তোজা, মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা/আতাউর রহমান আতা।
টাঙ্গাইল-১: ফকির মাহবুব আনাম স্বপন/সরকার শহীদ, টাঙ্গাইল-২: সুলতান সালাউদ্দিন টুকু/শামছুল আলম তোফা, টাঙ্গাইল-৩: মাইনুল ইসলাম/লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৪: লুৎফর রহমান মতিন/আব্দুল হালিম, টাঙ্গাইল-৫: মাহমুদুল হাসান/ছাইদুল হক ছাদু, টাঙ্গাইল-৬: গৌতম চক্রবর্তী/নুর মোহাম্মদ খান, টাঙ্গাইল-৭: আবুল কালাম আজাদ সিদ্দিকী/সাইদুল ইসলাম খান।
কিশোরগঞ্জ-১: রেজাউল করিম খান চুন্নু/শরিফুল ইসলাম, কিশোরগঞ্জ-২: আখতারুজ্জামান রঞ্জন/শহীদুজ্জামান কাঁকন, কিশোরগঞ্জ-৩: সাইফুল ইসলাম সুমন/জালাল মো. গাউছ, কিশোরগঞ্জ-৪: ফজলুর রহমান/সুরঞ্জন ঘোষ, কিশোরগঞ্জ-৫: মুজিবুর রহমান ইকবাল/মাহমুদুর রহমান উজ্জ্বল, কিশোরগঞ্জ-৬: শরিফুল আলম। ফরিদপুর-১: শাহ মোহাম্মদ আবু জাফর/খন্দকার নাসিরুল ইসলাম, ফরিদপুর-২: শহীদুল ইসলাম বাবুল/শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩: চৌধুরী কামাল ইবনে ইউসুফ/চৌধুরী নায়াবা ইউসুফ, ফরিদপুর-৪: শাহরিয়া ইসলাম শায়লা/খন্দকার ইকবাল সেলিম।
রাজবাড়ী-১: আলী মাহমুদ নেওয়াজ খৈয়াম/আসলাম মিয়া, রাজবাড়ী-২: নাসিরুল হক।
গোপালগঞ্জ-১: সেলিমুজ্জামান সেলিম/শরফুজ্জামান জাহাঙ্গীর, গোপালগঞ্জ-২: সিরাজুল ইসলাম সিরাজ/এ কে এম বাবর, গোপালগঞ্জ-৩: এস এম জিলানী/আবদুল হোসেন মাস্টার।
শরীয়তপুর-১: সর্দার এ কে নাসিরউদ্দিন কালু, শরীয়তপুর-২: শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-৩: নুরুদ্দিন অপু।
মাদারীপুর-১: সাজ্জাদ হোসেন লাভলু ছিদ্দিকী, মাদারীপুর-২: মিল্টন বৈদ্য, মাদারীপুর-৩: আনিসুর রহমান খোকন তালুকদার।
ময়মনসিংহ বিভাগ :
ময়মনসিংহ-১: ইমরান সালেহ প্রিন্স/আলী আসগর/আফজাল এইচ খান/সালমান ওমর, ময়মনসিংহ-২: শাহ শহীদ সরোয়ার/আবুল বাশার আকন্দ, ময়মনসিংহ-৩: আহম্মেদ তায়েবুর রহমান হিরণ/আবদুস সেলিম, ময়মনসিংহ-৪: এ জেড এম জাহিদ হোসেন/ওয়াহাব আকন্দ/আবু জাফর মো. জাহিদ হোসেন, ময়মনসিংহ-৫: জাকির হোসেন বাবলু/এ কে এম মোশাররফ হোসেন, ময়মনসিংহ-৬: শামসুদ্দিন আহমেদ/আখতারুল আলম ফারুক, ময়মনসিংহ-৭: মাহবুবুর রহমান লিটন/আমিন সরকার, ময়মনসিংহ-৮: শাহ নূর কবির শাহীন/লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ-৯: খুররম খান চৌধুরী/ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-১০: আখতারুজ্জামান বাচ্চু/এ বি সিদ্দিকুর রহমান, ময়মনসিংহ-১১: ফখরুদ্দিন আহমেদ বাচ্চু।
নেত্রকোণা-১: কায়সার কামাল/আবদুল করিম আব্বাসী (এলডিপি), নেত্রকোণা-২: আশরাফ উদ্দিন খান/এ টি এম আবদুল বারী, নেত্রকোণা-৩: রফিকুল ইসলাম হেলালী/দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল, নেত্রকোণা-৪: তাহমিনা জামান শ্রাবণী/ফারুক আহমেদ, নেত্রকোণা-৫: রাবেয়া আলী/আবু তাহের তালুকদার।
জামালপুর-১: এ এম রশীদুজ্জামান মিল্লাত/আব্দুল কাইয়ুম, জামালপুর-২: সুলতান মাহমুদ বাবু/এস এম আবদুল হালিম, জামালপুর-৩: মোস্তাফিজুর রহমান বাবুল/বদরুদ্দোজা বাদল, জামালপুর-৪: ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-৫: ওয়ারেস আলী মামুন/সিরাজুল হক।
শেরপুর-১: মো. হজরত আলী, শেরপুর-২: মোখলেসুর রহমান রিপন, শেরপুর-৩: মাহমুদুল হক রুবেল/মোস্তাফিজুর রহমান বাবুল।
সিলেট বিভাগ :
সিলেট-১: ইনাম আহমদ চৌধুরী/খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২: তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩: শফি আহমেদ চৌধুরী/আব্দুস সালাম চৌধুরী, সিলেট-৪: দিদারুল হোসেন সলিম/সামসুজ্জামান, সিলেট-৬: ফয়সাল আহমেদ।
মৌলভীবাজার-১: নাসিরউদ্দিন আহমেদ/এবাদুর রহমান চৌধুরী, মৌলভীবাজার-২: সুলতান মোহাম্মদ মনসুর (জাতীয় ঐক্য প্রক্রিয়া), মৌলভীবাজার-৩: এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ হাজী মুজিব চৌধুরী/মুহিত আসিক চিশতী।
সুনামগঞ্জ-১: নজির হোসেন/কামরুজ্জামান কামরুল/আমিনুল হক, সুনামগঞ্জ-২: নাছির উদ্দিন চৌধুরী/তাহির রায়হান চৌধুরী পাভেল, সুনামগঞ্জ-৩: কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪: ফজলুল হক আসপিয়া/দেওয়ান জয়নুল জাকেরিন, সুনামগঞ্জ-৫: কলিম উদ্দিন আহমদ মিলন।
হবিগঞ্জ-১: শেখ সুজাত মিয়া, হবিগঞ্জ-২: সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩: জি কে গউছ, হবিগঞ্জ-৪: সৈয়দ মো. ফয়সল।
চট্টগ্রাম বিভাগ :
ব্রাহ্মণবাড়িয়া-১: সৈয়দ এ কে একরামুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া-২: উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া/শেখ মোহাম্মদ শামীম/রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া-৩: মাহবুব হোসেন শ্যামল/তৌফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৪, মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫: কাজী নাজমুল হোসেন তাপস, ব্রাহ্মণবাড়িয়া-৬: আবদুল খালেক/রফিক শিকদার।
কুমিল্লা-১ ও ২: খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৩: শাহিদা রফিক/মুজিবুল হক, কুমিল্লা-৪: মঞ্জুরুল আহসান মুন্সী/রেজবিউল আহসান, কুমিল্লা-৫: শওকত মাহমুদ/মোহাম্মদ ইউনুস, কুমিল্লা-৬: আমিনুর রশীদ ইয়াসিন/মনিরুল হক চৌধুরী/মোস্তাক মিয়া/সৈয়দ গোলাম মহিউদ্দিন, কুমিল্লা-৭: রেদোয়ান আহমেদ (এলডিপি), কুমিল্লা-৮: জাকারিয়া তাহের সুমন/মোরতাজুল করিম বাদরু, কুমিল্লা-৯: আনোয়ারুল আজিম/আবুল কালাম, কুমিল্লা-১০: মোবাশ্বের আলম ভূঁইয়া/ আবদুর গফুর ভূঁইয়া/শামসুদ্দিন দিদার, কুমিল্লা-১১: জামায়াত।
নোয়াখালী-১: মাহবুব উদ্দিন খোকন/মামুনুর রশিদ, নোয়াখালী-২: জয়নুল আবদিন ফারুক/জাফর ইকবাল, নোয়াখালী-৩: বরকতউল্লাহ বুলু/মাজহারুল ইসলাম, নোয়াখালী-৪: মো. শাহজাহান/শাহীনুর বেগম, নোয়াখালী-৫: মওদুদ আহমদ, নোয়াখালী-৬: ফজলুল আজিম।
লক্ষ্মীপুর-১: শাহাদত হোসেন সেলিম (এলডিপি), লক্ষ্মীপুর-২: আবুল খায়ের ভূঁইয়া/হারুনুর রশীদ, লক্ষ্মীপুর-৩: শহীদউদ্দিন চৌধুরী এ্যানী/শাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর-৪: আশরাফউদ্দিন নিজান/শফিউল বারী বাবু।
ফেনী-১: বেগম খালেদা জিয়া/আবদুল আউয়াল মিন্টু/রফিকুল আলম মজনু, ফেনী-২: জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), ফেনী-৩: আব্দুল আউয়াল মিন্টু/আব্দুল লতিফ জনি/আকবর হোসেন।
চাঁদপুর-১: আ ন ম এহছানুল হক মিলন/মোশাররফ হোসেন, চাঁদপুর-২: জালাল উদ্দিন/তানভীর হুদা, চাঁদপুর-৩: শেখ ফরিদ আহমেদ মানিক/রাশেদা বেগম হীরা, চাঁদপুর-৪: এম এ হারুন/হারুনুর রশিদ, চাঁদপুর-৫: মমিনুল হক/এম এ মতিন।
চট্টগ্রাম-১: নূরুল আমিন/কামাল উদ্দিন আহমেদ/মনিরুল ইসলাম ইউসুফ, চট্টগ্রাম-২: খুরশিদ জামিল/গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম-৩: নুরুল মোস্তফা খোকন/শওকন আলী নূর, চট্টগ্রাম-৪: আসলাম চৌধুরী/ওয়াই বি সিদ্দিকী, চট্টগ্রাম-৫: মীর মোহাম্মদ নাছির উদ্দিন/এস এম ফজলুল হক/ শাকিলা ফারজানা, চট্টগ্রাম-৬: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী/সামির কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭: শওকত আলী নূর, চট্টগ্রাম-৮: মোরশেদ খান/আবু সুফিয়ান, চট্টগ্রাম-৯: শাহাদাত হোসেন/শামসুল আলম/সাইফুল আলম, চট্টগ্রাম-১০: আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম-১১: আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২: এনামুল হক/শাহজাহান জুয়েল, চট্টগ্রাম-১৩: মোস্তাফিজুর রহমান/সরওয়ার জামান নিজাম, চট্টগ্রাম-১৪: অলি আহমেদ (এলডিপি), চট্টগ্রাম-১৬: জাফরুল ইসলাম চৌধুরী।
কক্সবাজার-১: হাসিনা আহমেদ, কক্সবাজার-২: আলমগীর মো. মাহফুজউল্লাহ ফরিদ, কক্সবাজার-৩ লুৎফর রহমান কাজল, কক্সবাজার-৪ শাহজাহান চৌধুরী/মো. সালাহউদ্দিন।
বান্দরবান: সাচিং প্রু জেরি/উম্মে কুলসুম সুলতানা।
রাঙামাটি: দীপেন দেওয়ান/মনি স্বপন দেওয়ান।
খাগড়াছড়ি: আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।