ওসমানী হাসপাতালের ১৯ ডাক্তারসহ ৪৪ জন হোম কোয়ারেন্টিনে

28

স্টাফ রিপোর্টার :
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে করোনায় আক্রান্ত এক নারী শনাক্ত হন গতকাল সোমবার। এ প্রেক্ষিতে ওই ওয়ার্ডে চিকিৎসাসেবা দেওয়া ১৯ ডাক্তারসহ ৪৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের মধ্যে কেউ করোনাক্রান্ত হয়েছেন কিনা, তা জানতে তাদের শরীরের নমুনা পরীক্ষা (স্যাম্পল টেস্ট) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
সোমবার বিকালে তিনি জানান, ১৯ জন ডাক্তার, ১৪ জন সিস্টার ও অন্যান্য ১১ জন স্টাফকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা কেউ আক্রান্ত কিনা, তা জানতে তাদের শরীরের নমুনা পরীক্ষা করা হবে। এ বিষয়ে হাসপাতালে গঠিত বোর্ড সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে সোমবার সকালে সুনামগঞ্জের সদরের এক নারী করোনাক্রান্ত বলে নিশ্চিত করা হয়। গেল শুক্রবার ওই নারী সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দেন। ওই নারীর শরীরে করোনার উপসর্গ থাকায় তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ধরা পড়ে তিনি করোনাক্রান্ত।