বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত

2
বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ২য় দিনের মতো হতদরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ।

করোনা মহামারীতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে হতদরিদ্রদের মধ্যে ২য় দিনের মতো চাল, তেল, পিঁয়াজ, আলু, লবণ প্রভৃতি খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুর ২টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন বেপারি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সভাপতি সনজয় শর্মা,সনজিত শর্মা প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাসের সময় ঘরবন্দী নিম্ন আয়ের মানুষের জন্য সরকারী উদ্যোগে দ্রুত খাদ্য সামগ্রী পৌছে দেয়া দরকার। কিন্তু এক্ষেত্রে সরকারের এখন পর্যন্ত দৃশ্যমান কার্যকর ভূমিকা নেই। নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমজীবী মানুষের মধ্য খাদ্য সামগ্রী পৌছে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি