প্রফেসর ডা. এম এ খালেক এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ॥ নবীগঞ্জে ফ্রি -বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প

18

এশিয়া মহাদেশের প্রখ্যাত চিকিৎসক, এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. এম এ খালেক এর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট ও হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর যৌথ উদ্যোগে ২৮ ফেব্রুয়ারী শুক্রবার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাধীন শিবগঞ্জ বাজারস্থ ‘অধ্যাপক ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে’ দিনব্যাপি হৃদরোগ চিকিৎসাসহ এক ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ।
নবীগঞ্জ উপজেলায় বৃহৎ পরিসরে অনুষ্ঠিত এ ফ্রি-মেডিকেল ক্যাম্পে দেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞসহ চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ দিনব্যাপি সমাজের সুবিধাবঞ্চিত প্রায় ৭শ’ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। নবীগঞ্জ উপজেলা ছাড়াও পার্শ¦বর্তী বানিয়াচং ও বাহুবল উপজেলা থেকেও দরিদ্র রোগীরা এ ফ্রি-মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা লাভ করেন।
এ উপলক্ষে ‘অধ্যাপক ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে’ এর সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরী,-এর সভাপতিত্বে এবং সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজল এর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেশের বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা.খালেদ মোহসিন।
সভায় বক্তব্য রাখেন চক্ষু বিশেষজ্ঞ ডা. জাফরুল হোসেন, শিশু বিশেষজ্ঞ ডা. মো. জমির আলী,এম ডি কার্ডিওলজিস্ট ডা.রাজিব দাশ, জে আর আর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা.জাকির হোসেন চৌধুরী, এডভোকেট মফিজুুর রহমান, দৈনিক খোয়াইয়ের সমপাদক ও প্রকাশক শামীম আহসান,১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মো. এমদাদুল হক, হেলথ কেয়ার ফার্মাসিউটিকাল লিমিটেডের এরিয়া ম্যানেজার নূর আলম, এ আর চৌধুরী সেলিম, দন্ত চিকিৎসক শাহ আজাদ আলী সুমন, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ প্রমুখ। বিজ্ঞপ্তি