জনসেবাকে ইবাদত মনে করে সমাজে কাজ করলে জীবনে সফলতা পাওয়া যায় —–এসি কামরুল ইসলাম

51

জালালাবাদ থানার এসি এ এইচ কামরুল ইসলাম বলেন দেশ ও জাতির উন্নয়নে শিক্ষার বিকল্প নেই শিক্ষা মানুষকে তার মনুষ্যত্ব অর্জনে সাহায্য করে। দেশের প্রতিটি নাগরিকেরই শিক্ষা লাভের অধিকার রয়েছে। প্রত্যেক সভ্য রাষ্ট্রেই এটা নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। শিক্ষা মানুষকে জ্ঞান দিয়ে সম্প্রীতি বাড়ায়, কুসংস্কার দূর করে সমাজকে আলোকিত করে। বর্তমান বিশ্বে যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। দেশ ও জাতির কাকিন্ত উন্নতি ও উন্নয়নের জন্য শিক্ষার কোন বিকল্প নেই। তিনি আরও পুলিশ সব সময় জনগনের সবেক হিসাবে জনসেবাকে ইবাদত মনে করে সমাজে কাজ করলে জীবনে সফলতা পাওয়া যায় তাই সকল পুলিশ গণের উচিত হলো সমাজে মানুষের কল্যাণে কাজ করা আমি মনে করি সোহেল আহমদ জালালাবাদ থানা দিন এলাকায় সব সময় জনগণে সেবক হিসাবে কাজ করতে পারেছে তাই তাকে সিলেট কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ উপহার হিসাবে দেওয়া হয়। এতে সোহেল আহমদ অফিসার ইনচার্জ (তদন্ত)জালালাবাদ থানা এস এমপি সিলেট হতে অফিসার ইনচার্জ কোতোয়ালী মডেল থানা এস এমপিতে যোগদান উপলক্ষে গতকাল বিকাল ৪টায় জালালাবাদ থানার পক্ষ থেকে এক সম্মাননা ক্রেষ্ট দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা গুলো বলেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জারালাবাদ থানা ওসি আখতার হোসেন এর সভাপতিত্বে ও এস আই জাকির আহমদ এর পরিচালনায় এ সময় জালালাবাদ থানার সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শেষে জালালাবাদ থানার এসি এবং ওসির হাত থেকে সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন সংবর্ধিত অতিথি বর্তমান কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ সোহেল আহমদ। বিজ্ঞপ্তি