ভোট ভালো হয়েছে – সিইসি

7

কাজিরবাজার ডেস্ক :
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ সবমিলিয়ে ভালো হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। বলেছেন, ‘যারা কেন্দ্রে গেছেন তারা সবাই ভোট দিয়েছেন। কেউ ভোট না দিয়ে আসেননি।’
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শনিবার রাতে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এজেন্ট বের করে দেওয়ার ব্যাপারে আমাদের কাছে কোনো এজেন্ট অভিযোগ করেনি যে, কোনো এজেন্টকে বের করে দিয়েছে। আমি যেখানে গিয়েছি সেখানে সব দলের এজেন্ট ছিল। কারণ আমি যেখানে ভোট দিয়েছি সেখানে জিজ্ঞেস করেছিলাম বিএনপির এজেন্ট ছিল, আওয়ামী লীগের এজেন্ট ছিল। আর এজেন্টদের ভোটকেন্দ্রে যাওয়ার দায়িত্ব নিজেদের। আর ভোটকেন্দ্রে যদি গিয়ে থাকেন সেখান থেকে বের করে দিলে অভিযোগ করতে হবে। এরকম অভিযোগ আমি পাইনি। এজেন্টদের বিষয়ে নির্বাচন কমিশনের কেউ অভিযোগ পায়নি।’
নূরুল হুদা বলেন, ‘আমরা এতক্ষণ টেলিভিশনের সামনে বসে ছিলাম। যারা ইভিএমে ভোট দিয়েছেন তারা কেউই ইভিএমের বিরোধিতা করেনি। ইভিএম যে খারাপ সে বিষয়ে বলেনি। কেউ বলেছে একটু জটিল, একটু দেরি হয়েছে। অধিকাংশ লোক বলেছে যে, ইভিএমে ভোট দিয়ে স্বাচ্ছন্দবোধ করেছি এবং ইভিএমে সহজে সঠিকভাবে ভোট দেওয়া সম্ভব হয়। আর ইভিএমে কখনো একজনের ভোট আরেকজনে দিতে পারে না। একজনের ভোট দেয়া হয়ে গেলে ওই লোক আর দ্বিতীয়বার ভোট দিতে পারে না।’
সিইসি বলেন, ‘সবমিলিয়ে ভোট ভালো হয়েছে। পারসেন্টেজ ৩০ এর নিচে থাকবে। উপচে যাবে না আমার মনে হয়।’
ফিঙ্গার প্রিন্ট রেখে ভোটারদের বের করে দেয়া হয়েছে এমন অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, ‘না, এমন অভিযোগ পাইনি।’
একটি রাজনৈতিক দল নির্বাচন পরিচালনায় ব্যর্থতার জন্য আপনাকে পদত্যাগ করতে বলেছেন। আপনি কি পদত্যাগ করবেন? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘না’।