গণভবনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তাপস-আতিক

10
জয়ের পথে থাকা উত্তরে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম ও দক্ষিণে শেখ ফজলে নূর তাপস রাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

কাজিরবাজার ডেস্ক :
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা দেখা করলেন আওয়ামী লীগ মনোনীত ঢাকার মেয়র প্রার্থী ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম। শনিবার অনুষ্ঠিত নির্বাচনের পর রাতে ভোট গণনায় জয়ের পথে থাকা তাপস ও আতিক প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস ইতিমধ্যেই জয়ের পথে রয়েছেন। দক্ষিণে ১১৫০ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১০৭৫টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে নৌকা প্রতীকে তাপস পেয়েছেন ৩,৯৯৬৭৫ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী ইশরাক পেয়েছেন ২,১৯,০২৭ ভোট।
অন্যদিকে ঢাকা উত্তরের এখন পর্যন্ত ১৩১৮ কেন্দ্রের মধ্যে ৭৩৯ কেন্দ্রের ঘোষিত ফলে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ২,৩৫,২৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ১,৬৩,৩৫৫ ভোট।