মা

15

জিয়াউর রহমান জিয়া

মায়ের মুখে দেখলে হাসি
মনে শান্তি পাই
মায়ের চেয়ে আপন কেউ
এই ভুবনে নাই।

মা যদি করেন দোয়া
সন্তানের জন্য
তাহার কোনো ভয় নেই
জীবন হবে ধন্য।

মা কথাটি ছোট্ট অতি
ডাকতে লাগে ভালো
মা বাবা কে কষ্ট দিলে
জীবন হবে কালো।

মায়ের পায়ের নিচে
সন্তানেরই জান্নাত
মায়ের মনে দুঃখ দিলে
হারাবে জান্নাত।

মা নাই সংসারে যার
সে বুজে তার জ্বালা
মায়ের চেয়ে কে আছে
এই জগতে ভালা।