বাঁধের কাজে অনিয়ম অবহেলার আশ্রয় নিলে কাউকে ছাড় দেয়া হবে না – সুনামগঞ্জ জেলা প্রশাসক

9

আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
আর কালবিলম্ব নয় এক্ষনি এই মুহূর্তে সুনামগঞ্জ জেলার সকল হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন জেলা কাবিটা বাস্তবায়ন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বৃহস্পতিবার বিকেলে ২০১৯-২০ অর্থবছরে কাবিটা নীতিমালা ২০১৭ অনুযায়ী পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের নিমিত্তে স্কীম প্রস্তুত ও বাস্তবায়ন কাজের অগ্রগতি বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সবিবুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল সিদ্দিকীসহ বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, পাউবোর কর্মকর্তা ও জেলা শহরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবর্গরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, আমরা গতবারের মতো এবারও প্রত্যেকটি বাঁধের কাজ মনিটরিং করবো। প্রতিটি কাজ যাচাই বাছাই করা হবে। বাঁধের কাজে অনিয়ম অবহেলার আশ্রয় নিলে কাউকে ছাড় দেয়া হবে না। কোথায়ও অপ্রয়োজনীয় বাঁধের প্রকল্প নেয়া হয়ে থাকলে সেটি অভিযোগ পাওয়া মাত্র বাতিল করা হবে। সরকারের টাকা যেমন অপচয় করতে যেমন কাউকে অন্যায়ভাবে সুযোগ দেয়া হবে না তেমনি পিআইসির পাওনা পরিশোধেও গাফিলতি সহ্য করা যাবে না।
সাংবাদিকদের মধ্যে সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়,রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক আল-হেলাল, সাধারণ সম্পাদক চৌধুরী এমরানুল ইসলাম, আমিনুল ইসলাম ও শহীদ নূর প্রমুখ বক্তব্য রাখেন।