হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় আজ প্রকাশ ॥ দেশের ইতিহাসে সর্ববৃহৎ রায়

17

কাজিরবাজার ডেস্ক :
বহুল আলোচিত বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় (ডেথ রেফারেন্স ও আসামিদের আপীলের ওপর) আজ বুধবার প্রকাশ করা হবে। মঙ্গলবার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার কথা থাকলেও তা হয়নি, আজ বিচারপতিদের স্বাক্ষরের পর সকাল দশটায় সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দেশের ইতিহাসে সর্ববৃহৎ এ রায়টি ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার। ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর দুদিন ধরে এ রায়টি প্রদান করা হয়। এর আগে ২০১৫ সালের ১৮ জানুয়ারি থেকে বিচারপতি মোঃ শওকত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ (বৃহত্তর) বেঞ্চে ডেথ রেফারেন্স ও আপীল শুনানি শুরু হয়ে ২০১৭ সালের ১৩ এপ্রিল ৩৭০ কার্যদিবসে শেষ হয়। ওই দিন উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। হাইকোর্টের রায় ঘোষণার ৭৭৪ দিনের মাথায় এ বৃহৎ মামলার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হতে যাচ্ছে।
আসামি সংখ্যার দিক থেকে এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় মামলা। মৃত্যুদন্ডপ্রাপ্ত ১৫২ জনের মধ্যে বিডিআরের তৎকালীন উপ-সহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলমসহ ১৩৯ জনের সাজা বহাল রাখা হয়। এছাড়া আসামি ও রাষ্ট্রপক্ষের আপীল আংশিক গ্রহণ করে ১৮৫ জনকে যাবজ্জীবন দন্ড দেয়া হয়েছে। ১৩ বছর সাজা দেয়া হয়েছে দুজনকে, ১০ বছর ১৮২ জন, সাত বছর ১২ জন, তিন বছর চারজনসহ মোট দুইশ’ জনকে বিভিন্ন দন্ড দেয়া হয়। সাজা থেকে খালাস দেয়া হয়েছে ৪৯ জনকে। বিচারপতি মোঃ শওকত হোসেনের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট বিশেষ (বৃহত্তর) বেঞ্চ ওইদিন এ আদেশ প্রদান করেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মোঃ আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার।