সাংবাদিককে হুমকি, ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ

13

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক বিবৃতিতে ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হিরন, সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনাইদ আহমদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান সবুজ, সদস্য নাজমুল ইসলাম, শাহ মোহাম্মদ আলী মুজিব, মোশাহিদ আলী, আরিফুর রহমান মানিক, নুর উদ্দিন, হেলাল আহমদ প্রমুখ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক এক অভিযানে ছাতক পৌরসভার বাগবাড়ী এলাকা থেকে দুই হাজার ২শ’ পিছ ইয়াবাসহ গত ৩ জুলাই এক ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। এ বিষয়ে একটি সংবাদ প্রকাশ করায় ছাতক প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক, ছাতক রিপোটার্স ইউনিটির সদস্য সচিব ও দৈনিক সমকাল/উত্তরপূর্ব পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধিকে শাহ মোহাম্মদ আখতারুজ্জামানকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ ঘটনায় নিজের নিরাপত্তার বিষয়ে বুধবার রাতে ছাতক থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৩৬২) দায়ের করেন।