দক্ষিণ সুরমায় ৭ মামলার আসামি কুখ্যাত ডাকাত রশিদ গ্রেফতার

13

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা থেকে বিশেষ অভিযান চালিয়ে ৭ মামলার আসামি কুখ্যাত ডাকাত রশিদ আহমদকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোমিনখলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বুধবার রাতে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ ইসমাইল পিপিএম-বার, দক্ষিণ সুরমা থানার নেতৃত্বে এসআই যতন চন্দ্র পাল, এসআই মোঃ মামুন মিয়া, এএসআইর মোঃ আপন মিয়া, এএসআই মোঃ মোখলেছুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ মোমিনখলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত রশিদ আহমদ’কে গ্রেফতার করেন। রশিদ আহমদ আন্ত:জেলা ডাকাত দলের একজন সক্রীয় সদস্য। তার নামে সিলেট জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে। মামলা হচ্ছে, কানাইঘাট থানার মামলা নং- ০৬ তাং- ১৪/০২/২০১৮খ্রি: ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, কানাইঘাট থানার মামলা নং- ০৮ তাং- ২২/০৭/২০০৯খ্রি: ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ), কানাইঘাট থানার মামলা নং- ১১ তাং- ২৯/০৯/২০০৭খ্রি: ধারা- ৪৬১/৩৮১ পেনাল কোড,কানাইঘাট থানার মামলা নং- ১৬ তাং- ২৭/০৭/২০০৬খ্রি: ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড, কানাইঘাট থানার মামলা নং-১০ তাং- ১৪/০৩/২০১৬খ্রি: ধারা-আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ(দ্রুত বিচার) আইনের ৪/৫, শাহপরাণ(রহ:) থানার মামলা নং-০৪ তাং-০৭/০৫/২০১৮খ্রি: ধারা-আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ(দ্রু বিচার) আইনের ৪/৫ এবং জৈন্তাপুর থানার ২০ লক্ষ টাকা ডাকাতি মামলা নং- ০৩ তাং- ০৫/০৮/২০১৯খ্রি: ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড এর পলাতক আসামী ছিল রশিদ আহমদ। তাকে জৈন্তাপুর থানা পুলিশের নিকট হন্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।