জীবনের চাকা

64

এম,এ, সালাম

জীবন মানে কয়েক দিনের-
রঙ মঞ্চের খেলা,
হেলায় হেলায় দিন যে গেল,
নেশায় কাটে বেলা।

জীবন মানে বাড়ী-গাড়ী-
খাট পালঙ্কের পড়ে,
কলের পাখা তারের বাতি,
টিপ টাপেতে ঘোরে।

জীবন মানে বণিকের মত-
লাভ লোকসান যাতে,
লাভের চেয়ে লোকসান বেশী,
জীবন গেলে ফতে।

জীবন মানে মরীচিকা-
নিশার স্বপ্নের মত,
কীট-পতঙ্গ আলো দেখে-
জীবন খুয়ায় কত,

জীবন মানে ইহ-কালের –
সংকীর্ণতার হয়,
পরকালের জীবন বড়,
অনেক বেশী সময় হয়।

জীবন মানে ফাঁকি বাজির-
শ্বাস প্রশ্বাস গেলে,
নকল বাড়ী ফেলে তুমি,
আসল বাড়ী গেলে।