রেল ও হাসপাতালের অব্যবস্থাপনা দুর্নীতি বন্ধ করুন —বাম গণতান্ত্রিক জোট

8

সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেলের ডাবল লাইন চালু-আধুনিকায়ন, ওসমানী হাসপাতালে পূর্ণাঙ্গ কার্ডিয়াক সেন্টার চালু- পেয়িং বেড বাণিজ্য বন্ধ-অব্যবস্থাপনা দূর, নগরীর যানজট-বিশুদ্ধ পানির সংকট সমাধান-সকলের জন্য বাসযোগ্য নগরী গড়ে তোলাসহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার উদ্যোগে সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় কোর্ট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ মাসব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়।
সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট এর সমন্বয়ক ও বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক নাবিল এইচের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, ইউসিবিএল এর সম্পাদক এম. এ হাসিব, বাসদ (মার্কসবাদী) সদস্য মুখলেছুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি সঞ্জয় দাশ, ছাত্র ফ্রন্ট মহানগর আহ্বায়ক সঞ্জয় শর্মা, ছাত্র ইউনিয়নের মনীষা ওয়াহিদ।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সিলেট এর সংগঠক সিরাজ আহমদ, উপস্থিত ছিলেন- বাসদ নেতা প্রণব জ্যেতি পাল, বাসদ (মার্কসবাদী) মহিতোষ দেব মলয়, এডভোকেট রণেন সরকার রনি প্রমুখ। বিজ্ঞপ্তি