ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে সরকারের আঁতাতের ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে – শাহীনুর পাশা চৌধুরী

8
দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখা নগরীতে বিক্ষোভ মিছিল করে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পেঁয়াজ, ডাল, চাল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখা নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করে। শুক্রবার (৬ ডিসেম্বর) বাদ জুম্মা নগরীর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়েবিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দরবাজার পত্রিকা পয়েন্টে গিয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমানের পরিচালনায় মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। এসময় তিনি বলেন, ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে সরকারের প্রভাবশালীদের যোগসাজশ অথবা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতা। দেড় মাসেরও বেশি সময় ধরে পেঁয়াজের মূল্যে চরম নৈরাজ্য চলছে। ২০-২৫ টাকার দরে খুচরা বিক্রি হওয়া পেঁয়াজ ২৫০ থেকে ৩০০ টাকায় গিয়ে পৌঁছেছে। এর সাথে যুক্ত হয়েছে চাল, ডাল, তেল ও তরিতরকারির ক্রমবর্ধমান উচ্চমূল্য।
তিনি বলেন, এখন শুনা যাচ্ছে বিদ্যুতের দাম বাড়াতে সরকার নানা পাঁয়তারা খুঁজছে। জনগণের উপর আর কত বোঝা চাপিয়ে দিলে এ সরকার থেমে যাবে। তিনি অনতিবিলম্বে নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যমূল্যের দাম জনগণের নিয়ন্ত্রণে আনা ও বিদ্যুতে দাম বাড়ার চক্রান্ত থেকে বেরিয়ে আসতে সরকারকে আহ্বান জানান।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরের সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাওলানা সালিম ক্বাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক ক্বারী মুখতার আহমদ, জেলার প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মহানগর জমিয়ত নেতা হাফিজ কবির আহমদ, যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা আখতারুজ্জামান তালুকদার, জেলা যুব জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা ফয়ছল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খান, মহানগর যুব জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি বাহরুল আমিন, মহানগর সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম দিলদার, প্রচার সম্পাদক মাহদী হাসান মিনহাজ, মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মো. ইমরান আহমদ, সহ-সভাপতি আবুল খয়ের, ছাত্রনেতা এহিয়া হামিদী, আব্দুল হাই আল হাদী, আবু বকর সিদ্দিক প্রমুখ। বিজ্ঞপ্তি