ছাতকে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

40

ছাতক থেকে সংবাদদাতা :
চন্দ্র-সূর্য্য বান্ধা আছে নায়েরই আগায়- দুর্বিণে দেখিয়া পথ মাঝি মাল্লায় বায়—ঝিলমিল-ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নায়। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বিখ্যাত এ গানের সুরে অনুষ্ঠিত নৌকা বাইচ উপভোগ করতে ছাতকের চেলা নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নদীর দু’পাড়ে জড়ো হয়েছিল হাজারহাজার উৎসুক জনতা। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধাপে-ধাপে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার নৌকা অংশ নেয়। সু-সজ্জিত নৌকার সাথে মাঝি-মাল্লারাও এক রংয়ের পোষাক পড়ে নৌকা বাইচকে করে তুলা হয় আকর্ষণীয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা বাইচকে কেন্দ্র করে চেলা নদীতে চলছিল প্রমোদপ্রেমী হাজারো জনতার উৎসব। ইসলামপুর ইউনিয়নের রহমতপুর গ্রামবাসীর উদোগে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় অনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১ম পুরস্কার দাতা ব্যবসায়ী আইয়ব আলী, ইউপি সদস্য লাল মিয়া, ইউনুছ আলী, নুরুল আমিন, লাল মিয়া, মতছির আলী হাজি আব্দুল রউফ, সফির উদ্দিন প্রমুখ। এসময় ছাতক ও কোম্পানীগঞ্জ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে সিলেটের কানাইঘাট, ২য় স্থান কোম্পানীগঞ্জের পুটিমারা পশ্চিমপাড়া, ৩য় স্থান পুটামারা পূর্বপাড়া, ও ৪র্থ স্থান ছাতকের বৈশাকান্দি-বাহাদুপুরের নৌকা। সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।