জগন্নাথপুরে মিরপুর ইউনিয়নের নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

9

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর বুধবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে শপথ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মিরপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন প্রমুখ। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, সিনিয়র সাংবাদিক শংকর রায়, আবদুল হাই, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম মিরপুর ইউনিয়নের নব-নির্বাচিত সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের নারী ইউপি হাসনা হেনা, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের নাজমিন আক্তার মিনা ও ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ফুল বেগম এবং সাধারণ ১নং ওয়ার্ডের খলিলুর রহমান, ২নং ওয়ার্ডের মাহবুব হোসেন, ৩নং ওয়ার্ডের হোসেন রাসেল, ৪নং ওয়ার্ডের হাফিজুর রহমান খালেদ, ৫নং ওয়ার্ডের আবদুস শহীদ, ৬নং ওয়ার্ডের মোজাম্মেল খান, ৭নং ওয়ার্ডের আবদুল ওয়াহাব, ৮নং ওয়ার্ডের মোস্তাক আহমদ ও ৯নং ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য নেওয়ার খানকে শপথ বাক্য পাঠ করান। এর আগে ২৫ নভেম্বর সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ মিরপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল হক শেরীনকে শপথ বাক্য পাঠ করিয়েছেন।