মেঘলা আকাশ

49

আব্দুর রাজ্জাক

কালো কালো মেঘে ডাকা
বাদল দিনের আকাশ,
ঝিরিঝিরি বৃষ্টির মাঝে
হালকা হালকা বাতাস।

এমন দিনে ইচ্ছে করে
মাঠের পানে ছুটি,
জেলে সেজে ঘরে আনি
কাতলা মাগুর পুঁটি।

চারিদিকে জলে ভরা
এমন মধুর ক্ষণে,
ছুটে যেতে ইচ্ছে করে
মেঘনা নদীর পানে!

এমন দিনে নদীর ঘাটে
থাকি দুহাত মেলে,
বাড়ি ফিরবো কাতলা মাগুর
একটা হাতে পেলে।

কালো কালো মেঘের সাথে
নেচে করবো খেলা,
মেঘলা গগনে উড়ে দিবো
নীল রংয়ের ভেলা।