জগন্নাথপুরে পূজায় থাকছে আজান ও নামাজ বিরতি

9

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে সনাতন ধর্মালম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। উপজেলাজুড়ে বইছে উৎসবের আমেজ। চারদিকে চলছে প্রস্তুতি। ১২ অক্টোবর মঙ্গলবার থেকে ৫ দিন ব্যাপী শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা। এবার উপজেলার ৪০টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজাটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। থানা পুলিশের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া পূজা মন্ডপের পক্ষ থেকেও নিয়োগ নেয়া হয়েছে স্বেচ্ছাসেবক বাহিনী। পূজাকে কেন্দ্র করে যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যকে সামনে রেখে সবাই রয়েছেন সতর্ক অবস্থানে।
এ বিষয়ে ১১ অক্টোবর সোমবার জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সতীশ গোস্বামী বলেন, এবার পূজাটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি আমরাও প্রতিটি মন্ডপে ১০ জন করে স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োগ দিয়েছি। তাদেরকে দেয়া হয়েছে প্রশিক্ষণ। সেই সাথে কারো ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত না পড়ে, সে জন্য আজান ও নামাজের সময় বিরতি রাখা হবে।