ঋতু বৈচিত্র্যে বাংলাদেশ

27

নাঈম মোল্লা

সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশ,
ষড়ঋতুর দেশ তুমি আমার বাংলাদেশ।
বৈশাখ জৈষ্ঠ আসে আম কাঠালের ভোরে,
আষাঢ় – শ্রাবণে এদেশ মুখ গুমরো করে।
ঋতুর রাণী তুমিতো আমার শরৎকাল,
চাঁদের কিরণে প্রকৃতি হয়ে ওঠে চঞ্চল।
আসে যখন কার্তিক আর অগ্রহায়ণ,
কৃষকের ঘরে ঘরে পিঠাপুলি নিমন্ত্রণ।
পৌষ আর মাঘ তুমি সন্ন্যাসী শুষ্ক ও ম্লান!
খেজুর রস আর পায়েসে কষ্টের অবসান।
ফাল্গুন চৈত্র তুমি ঋতুরাণী রক্ত লাল বসন্ত,
শিমুল বনে কৃষ্ণচূড়ার ডালে রঙিন দিগন্ত।
তুমি আম্র মুকুলের গন্ধে দক্ষিণা হাওয়ায়,
তুমি ঋতুরাজ তুমি জীবন তৃপ্তির পূর্ণতায়।