প্রাথমিকের সহকারী শিক্ষক মহাজোটের সংবাদ সম্মেলন ॥ ১৫ ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি

9

শিপন আহমদ ওসমানীনগর থেকে :
অর্থ মন্ত্রণালয় কর্তৃক সদ্য ঘোষিত ১৩তম গ্রেডের সম্মতিকে প্রত্যাখ্যান ও ১১তম গ্রেডে বেতন উন্নীত করণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট। শুক্রবার ঢাকার সেগুন বাগিচাস্থ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে মহাজোট নেত্রী ও জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহিনুর আক্তার ও এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মহাজোট নেতা অজিত পাল সাংবাদিকদের বলেন, আমরা ১৩তম গ্রেড মানি না। এটি শিক্ষকদের সাথে এক ধরণের প্রহসন। মহাজোট কর্তৃক ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত যে সময় দেয়া হয়েছে তার মধ্যে কর্তৃপক্ষ দাবি না মানলে ডিসেম্বরের শেষ সপ্তাহে ঢাকায় মহাসমাবেশ করে কঠোর কর্মসূচি দেয়া হবে। সংবাদ সমম্মেলনে নেতৃবৃন্দরা আরও জানান, শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের লক্ষ্যে সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে অর্থ মন্ত্রণালয় কর্তৃক যে, সম্মতিপত্র দেয়া হয়েছে তাতে কর্মরত শিক্ষকদের বেতন বাড়ছে না। বরং কমছে। কারণ সরকারী চাকুরীজীবিদের বেতন গ্রেড আপগ্রেড হলেও নি¤œধাপে ফিক্সেশন হওয়ার বিধান রয়েছে। ফলে ঘোষিত গ্রেডে বেতন উন্নীত হলেও শুধুমাত্র সদ্য যোগদানকারী শিক্ষকরা লাভমান হলেও প্রায় সাড়ে তিন লক্ষাধিক কর্মরত সহকারী শিক্ষকদের বর্তমানের প্রাপ্ত টাকা থেকে অনেকটাই কমে যাচ্ছে। সম্মেলনে মহাজোটের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মহাজোট নেতা আমিনুল হক, এখলাছুর রহমান, মোহাম্মদ আলী, আব্দুর রব লাবু, বিপ্লব চন্দ্র দাস।