গাঁয়ের গান

15

আশরাফ আলী চারু

গাঁয়ের মায়ায় পড়ছো বুঝি
রোজ দেখি তাই গাঁয়ে
গাঁ খানা তার ভরা রূপে
ফেলছে বুঝি বাঁয়ে ?

সবুজ গাঁয়ের হলুদ ফুলে
নক্সি কাঁথার মাঠে
যাও দেখে যাও মনের মতো
রূপখানা তার ফাটে।

হেসে খেলে পার করে যাও
গাঁয়ের পথে ঘুরে
মন ভরে নাও চাষার মুখে
গাঁয়ের গানের সুরে।