ছাতকে দু’টি ইঞ্জিন চালিত নৌকাসহ গ্রেফতার ৭

8

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের মধ্য দিয়ে বয়ে যাওয়া নৌপথে চাঁদাবাজীর অপরাধে দু’টি ইঞ্জিন চালিত নৌকাসহ ৭ চাঁদাবাজকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মঙ্গলবার বিকেলে শহরের বৌলা ও কালারুকা ইউনিয়নের পীরপুর এলাকায় সুরমা নদীতে সুনামগঞ্জের ডিবি পুলিশ অভিযান চালিয়ে চাঁদাবাজীতে লিপ্ত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে গ্রেফতারকৃত ৭ ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা উপজেলার কালারুকা ইউনিয়নের হরিষপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র দেলোয়ার হোসেন (২১), মুক্তিরগাঁও গ্রামের ইদ্রিছ আলীর পুত্র জাহির মিয়া (৪৫), মৌলভীরগাঁও গ্রামের নজরুল ইসলামের পুত্র রায়হান উদ্দিন (৩২), ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের আইয়ূব আলীর পুত্র নেছার আহমদ (৩০), নোয়াগাঁও গ্রামের আনিসুর রহমানের পুত্র সেলিম মিয়া (৪০), শহরের তাতিকোনা এলাকার সাহদাত মিয়ার পুত্র মামুন মিয়া (৪০) ও কোম্পানীগঞ্জ সদর এলাকার হাছন আলীর পুত্র মনিরুল ইসলাম (৩০)।
পরে আটককৃতসহ ১৫জনের বিরুদ্ধে ডিবি পুলিশের এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন বলে জানা গেছে।