১০ দফা দাবিতে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

11
নগরীতে বাসদের মিছিল।

পেঁয়াজ, চাল, ডাল, তেল সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, ন্যুনতম মজুরি ১৬০০০ টাকা ঘোষণা, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, নারী-শিশু নির্যাতন বন্ধ করা, অবৈধ সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখা ২৮ নভেম্বর সোমবার দুপুর ১২টায় মিছিল সহকারে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপি পেশের পূর্বে জিন্দাবাজার থেকে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন সিটি পয়েন্টে সমাবেশে মিলিত হয়। বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে এবং সদস্য রেজাউর রহমান রানার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য মুখলেছুর রহমান, রুবাইয়াৎ আহমেদ, প্রসেনজিত রুদ্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম প্রমুখ। বিজ্ঞপ্তি