জামালগঞ্জের সুরমা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ নিয়ে সংঘর্ষে আহত ২৬

69

নিজাম নুর জামালগঞ্জ থেকে :
জামালগঞ্জ উপজেলার সুরমা নদীতে মঙ্গলবার বিকালে এমনই ঝিলমিল করছিল একাধিক নৌকা। নৌকায় মাঝিদের কণ্ঠে ছড়িয়ে পড়েছিল গ্রাম বাংলার চিরন্তন আঞ্চলিক সারি গান। ঢাক-ঢোল আর করতালের তালে তালে সুরের মূর্ছনায় হারিয়ে গিয়েছিল হাজারো উৎসুক দর্শকও। সব মিলিয়ে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সুরমা এলাকায় বিরাজ করছিল আনন্দঘন দৃশ্য। পুরষের পাশাপাশি নারী দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। উৎসব পরিবেশে অনাকাক্সিক্ষত ভাবে জামালগঞ্জ সদর ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নে দুটি নৌকা বাইচ চলাকালিন সময়ে নৌকার লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।
জামালগঞ্জ সদর ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নে নৌকা বাইচ চলাকালীন সময়ে একে অপরকে ঘায়েল করার উদ্দেশ্যে নৌকার লোকজন সংর্ঘষে লিপ্ত হয়। অনাকাক্সিক্ষত সংঘর্ষে ঘটনায় উভয় পক্ষের ২৬ জন আহত হয়। আহতদের জামালগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা। গুরুতর আহত ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গুরুতর আহতরা হলেন আলামিন (৩০), সাইফুল ইসলাম (৪৫), হারুন (৪৫), আরজুল (৫৫), আব্দুল কদ্দুস (৫০), সজল মিয়া (২৪), নুরুল আমিন (২৫), রুমান (৩৫), সাফত আলী (২৮), আবুল হোসেন (৩৭), হারুন মিয়া (৪৬), সুবান (২০)।
নৌকা বাইচ শেষে জামালগঞ্জ উপজেলা সংলগ্ন সুরমা নদীর তীরে উপজেলা প্রশাসনের আয়োজনে জামালগঞ্জ সুরমা নদীতে মঙ্গলবার ১ম আন্ত ইউনিয়ন নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি মনিরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরকত উল্লাহ খান। নৌকা বাইচ প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাফায়েত আহমেদ সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, অফিসার ইনচার্জ আবৃল হাশেম, সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহিদুল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, করুনা সিন্ধু তালুকদার, মো. রজব আলী, মো. দুলাল মিয়া, সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, অসিম কুমার তালুকদার প্রমুখ।
নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ী সাচনাবাজার ইউনিয়ন ও রার্নাস আপ ফেনারবাক ইউনিয়নের চেয়ারম্যানের হাতে বিজয়ী ও রার্নাসআপ দলকে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো: সাবিরুল ইসলাম।