নদীর তীরে বনের পাখি

16

শরীফ সাথী

আমার গাঁয়ের ওই সে দূরে
নদীর তীরে বনের ছায়াতলে,
সন্ধ্যা ক্ষণে সূর্যের আলোর
মিষ্টি প্রদীপ মিটমিটি জ্বলে।
দূর সীমানা হতে পাখি
ঝাঁকে ঝাঁকে বৃক্ষ মাঝে আসে,
কিচির মিচির ছন্দ বাহার
সুর সমাহার চারিপাশে ভাসে।
ধীরে ধীরে আঁধার যখন
চারিদিকে গভীর করে তোলে,
একেবারে নেই কোলাহল
অন্ধকারের ঘুম নিবাসে ভোলে।
ভোর হয়ে যায় জাগে পাখি
বন ভরে যায় মুখোর কলরবে,
চিন্তা তাঁদের বিল বাওড় আর
তীরধরার মাঠে যেতে হবে?
সকাল হলো হাজার পাখি
দলে দলে উড়ে উড়ে চললো,
সারাটা দিন খেয়েদেয়ে
সন্ধ্যা বেলা আসবে ফিরে বললো।