বই উৎসব বর্তমান সরকারের দ্বারাই সম্ভব – বদর উদ্দিন কামরান

19
রাজা জিসি হাই স্কুলে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান।

বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনিবাহী সদস্য সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, বই হলো, জ্ঞান অর্জন প্রথম মাধ্যম। বই উৎসবটিই হচ্ছে ‘আলোর উৎসব’। নতুন বছরের শুরুতে বাংলাদেশের মানুষ বিজয়ের নতুন সূর্য দেখেছে। কোমলমতী শিশু, কিশোররা অন্তহীন আনন্দের মধ্য দিয়ে জ্ঞান অর্জনের এমন এ উৎসব আগামী দিনের স্বপ্ন দেখতে প্রস্তুত হচ্ছে। তিনি বলেন, নতুন বছরের বইয়ের মৌ মৌ গন্ধে শিশুরা আনন্দে মাতোয়ারা। এটা কেবল বর্তমান সরকারের দ্বারাই সম্ভব। জননেত্রী শেখ হাসিনা’র সরকার গ্রন্থ প্রকাশনা সহজ করার জন্য একটি জাতীয় গ্রন্থনীতি প্রণয়ন করেছেন। তাই, জ্ঞান অন্বেষনে বইয়ের কোনো বিকল্প নেই।
তিনি ১ জানুয়ারি বুধবার নগরীর রাজা জিসি হাই স্কুলে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান শিক্ষক আব্দুল মুমিতের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. মানিক খানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক হাছিনা মমতাজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য এডভোকেট বেলাল উদ্দিন, শিক্ষকদের মধ্যে বর্ণা চক্রবর্তী, গাউসিয়া চৌধুরী, মাকসুদল আম্বিয়া, শিল্পী রানী সরকার, শর্মিলা চৌধুরী, সালেক মিয়া, তরিকুল আলম রবি প্রমুখ।