নবীগঞ্জে ইভটিজিং মামলায় ধৃত আসামীদের আদালতে প্রেরণ

47

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
নবীগঞ্জ উপজেলায় ইভটিজিংয়ের অভিযোগে ধৃত দু’ আসামীকে বুধবার আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে ইমামবাড়ি বাজার থেকে গ্রেফতার করা হয়। পরে উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের অনু মিয়ার স্ত্রী পারুল বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা নং ০৯ তারীখ ১২-০৯-২০১৭ইং দায়ের করা হয়েছে।
উক্ত মামলায় বাদীনি উল্লেখ্য করেছেন, গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কালিয়ারভাঙ্গা ইউপিনয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের অনু মিয়ার স্কুল পড়–ুয়া দু’ মেয়ে স্কুলে যাবার পথে বাদীনির বসত ঘরের সামনের রাস্তায় উল্লেখিত আসামীদ্বয় রাজরানী শুভাষিনী স্কুলের ১০ম ও ৮ম শ্রেণীর ছাত্রী দু’বোনকে ইভটিজিং করেন। এমন অভিযোগ পেয়ে পুলিশ ওইদিনই সন্ধ্যায় উপজেলার ইমামবাড়ি বাজারে অভিযান চালিয়ে কারিয়ারভাঙ্গা ইউনিয়নের কারিয়ারভাঙ্গা গ্রামের ইদ্রিস উল্লার পুত্র  মোঃ তাজুল ইসলাম(৩২)একই গ্রামের মোঃ মঠাই মিয়ার পুত্র  সোনাওর মিয়া(৩৫)কে গ্রেফতার করে। এদিকে এলাকাবাসী এ ঘটনাটি সম্পূর্ণ সাজানো ও মিথ্যা বলে আখ্যায়িত করেছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে অনু মিয়ার স্ত্রী পারুল বেগমের কারণে তারা অতিষ্ঠ। হয়রানী মূলক একাধিক মামলা রয়েছে ধৃত আসামীদের বিরুদ্ধে। স্কুল সূত্রে জানা গেছে, অনু মিয়ার উক্ত দু’ মেয়ে দীর্ঘদিন ধরে স্কুলে আসছে না। এবং ওই ঘটনাটি স্কুল কর্তৃপক্ষ’কে জানানোর পর তারা সরজমিন গিয়ে ঘটনার সত্যতা পাননি বলেও জানান।