শূন্য ঘড়া

30

দিপংকর দাশ

হাতে থেকে ভাতে মারে
দ্বিমুখী ভাব মনে,
এসব মানুষ বর্জন করো
যেওনা ওদের সনে।

শকুন যতই আকাশ বুকে
চড়ে বেড়ায় সুখে,
চোখ দুটো তার নিম্নগামী
বিষ ভরা তার বুকে।

সাপকে যতই দুগ্ধ খাওয়াও
বন্ধু সে তো হয় না,
সুযোগ বুঝে ছোবল দিবে
চোখে পর্দা রয় না।

বন্ধু বেশে কপট যারা
চিহ্নিত হোক আজই,
দুমুখো সাপ দাও তাড়িয়ে
দূর হোক দুষ্ট পাজি।

যাদের দ্বারা হয়না মঙ্গল
অনিষ্ঠ হয় ধরায়,
ধূর্ত মূর্খ ঐ পাপীদের
জল থাকে না ঘড়ায়।