কুশিয়ারা ডাইকের অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে – হাবিবুর রহমান হাবিব

8
বালাগঞ্জ উপজেলার পূর্ব পৌলনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব।

সিলেট-৩ আসনে উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন পূর্ব পৈলনপুর কুশিয়ারা ডাইকের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আমি চেষ্টা করব। বালাগঞ্জ উপজেলার অবহেলিত এলাকাগুলোর উন্নয়নের মাধ্যমে আমি ঢেলে সাজাতে চাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন আগামী ২৮ জুলাই আল্লাহ যদি আামাকে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত করেন তাহলে জনগনের সেকব হিসেবে কাজ করে যাব।
হাবিবুর রহমান হাবিব রবিবার (২৭ জুন) বিকেলে বালাগঞ্জ উপজেলার পূর্ব পৌলনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহিবুর রহমান ইয়াবর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক আনহার মিয়া, সাবেক চেয়ারম্যান আব্দুল গফ্ফার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন চেয়ারম্যান, সিলেট জেলা তাতীঁ লীগের সভাপতি আলমগীর হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহ-আলম সজিব, সুজন উদ্দিন, আব্দুস সালাম, শেখ আব্দুর রহিম, রঞ্জিত বৈধ্য, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ, মাহবুব আলম, হোসেন আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল, মহানগর যুবলীগ নেতা বদরুল আলম তুহিন, জেলা ছাত্রলীগ নেতা এস এম টিটু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ ,দক্ষিণ সুরমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, ছাত্রলীগ নেতা সুহেল আহমদ, খোকন আহমদ, রিন্টু দাস, মতিন মিয়া, ওলি প্রমুখ। বিজ্ঞপ্তি