ব্যাটারিচালিত রিক্সা শ্রমিক ও সিসিক কর্মচারীদের মধ্যে সংঘর্ষ, ইট-পাটকেল নিক্ষেপ ও গাড়ী ভাংচুর

11
সিলেট সিটি কর্পোরেশন লক্ষ্য করে ব্যাটারি চালিত রিক্সা চালকদের ইট পাটকেল নিক্ষেপ। ছবি- মামুন হোসেন

স্টাফ রিপোর্টার :
নগরীতে ব্যাটারিচালিত রিক্সা শ্রমিক ও সিটি কর্পোরেশনের কর্মচারীদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুর আড়াইটায় নগর ভবনের সামনে এই ঘটনাটি ঘটে। এ সময় শ্রমিকদের ইট-পাটকেলের আঘাতে সিসিকের কয়েকটি গাড়ির গ্লাস ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, বুধবার দুপুরে ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযানে নামে সিলেট সিটি করপোরেশন। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কোর্ট পয়েন্টসহ নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশ কয়েকটি ব্যাটারিচালিত রিক্সা জব্দ করা হয়। খবর পেয়ে দুপুর ২টার দিকে আটক রিকশা ফিরিয়ে দেওয়ার দাবিতে রিকশা চালকরা মিছিল সহকারে সিসিকের ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা প্রধান ফটক বন্ধ করে দেয়। এ সময় উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু করে। এতে সিসিকের ৫টি গাড়ির গ্লাস ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, ব্যাটারিচালিত রিক্সা নগরীতে চলাচল নিষেধ। দুপুরে মেয়র এসব অবৈধ রিক্সার বিরুদ্ধে অভিযান চালিয়ে অনেক রিক্সা আটক করেন। এর প্রতিবাদে রিক্সার চালকরা হঠাৎ করে মিছিল নিয়ে সিটি কর্পোরেশনের ভিতর প্রবেশ করতে চাইলে সিসিকের নিরাপত্তাকর্মীরা বাধা দেন। তখন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ১২টায় কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩(০৩/০৬/২১)