ওসমানীনগরে আশুরার তাজিয়া মিছিল নিয়ে যাওয়ার পথে সংঘর্ষে হার্ট এ্যাটাকে একজনের মৃত্যু

7

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে মহরম উপলক্ষে পাঞ্জাতনের মোকামে তাজিয়া (তাঁবু) নিয়ে যাওয়ার পথে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে সংঘর্ষ থামতে গিয়ে এক ব্যক্তি মারা গেছেন।
সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নিজ করনসী দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হার্ট এ্যাটাকে মারা যাওয়া ওই ব্যক্তির নাম খালিক মিয়া (৪৫)। তিনি উপজেলার নিজ করনসী দক্ষিণপাড়া গ্রামের মৃত ময়না মিয়ার পূত্র। সংঘর্ষে আহত হলেন- হার্ট এ্যাটাকে মৃত্যুবরণকারী খালিক মিয়ার পূত্র সুমন মিয়া ও ভাতিজা আনোয়ার মিয়া। এর মধ্যে আহত আনোয়ার মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহররম উপলক্ষে উপজেলার নিজ করনসী মাইজগাঁও কটাইর মোকামে তাজিয়া নিয়ে রাত সাড়ে নয়টার দিকে বের হন খালিক মিয়া। এ সময় একই পথে তাজিয়া নিয়ে বের হন একই গ্রামের রশিদ মিয়া। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির সৃষ্টি হলে খালিক মিয়া ও তার ভাতিজা আনোয়ার মিয়া মাটিতে পড়ে যান। তাদের উদ্ধার করে সিলেট এম এজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা খালিক মিয়াকে মৃত ঘোষণা করেন। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আল মামুন বলেন, খালিক মিয়ার লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।