স্যার ফজলে হাসান আবেদ এর জানাযা ও দাফন আজ

7

কাজিরবাজার ডেস্ক :
প্রকৃতির নিয়মে চলে যায় মানুষ, রয়ে যায় তার কীর্তি। তেমনই এক কীর্তিমান পুরুষ স্যার ফজলে হাসান আবেদ। একসঙ্গে দেশকে এগিয়ে নেয়ার অনেকগুলো ক্ষেত্রে রয়েছে তার অনন্য অবদান। আর্থ-সামাজিক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে রেখেছেন অসামান্য ভূমিকা। পল্লী জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে তাদের কর্মসংস্থানেরলক্ষ্যে তার স্বপ্নের রূপরেখাতেই প্রতিষ্ঠিত হয় বিশ্বের অন্যতম বৃহত্তম বেসরকারী সংস্থা ব্র্যাক। প্রায় পাঁচ দশক ধরে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এই সংস্থার ভূমিকা অপরিসীম। একইসঙ্গে সরকারের বাইরে থেকে দেশের শিক্ষাব্যবস্থার অগ্রগতিতেও রয়েছে তার অবদান। কাজ করেছেন স্বাস্থ্য সুরক্ষা, নারীর ক্ষমতায়ন কিংবা বাল্যবিয়ে প্রতিরোধে। দেশের স্বাধীনতা আন্দোলনেও জড়িয়ে আছেন আলোকিত এই মানুষটি।
মহান এই মানুষটি শুক্রবার রাতে পাড়ি জমান না ফেরার দেশে। আজ রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত তাকে জানানো হবে বিদায়ী শ্রদ্ধা। বনানীর আর্মি স্টেডিয়ামে শ্রদ্ধা নিবেদন সর্বস্তরের। এরপর সেখানেই অনুষ্ঠিত হবে তার জানাজা। জানাজা শেষে বনানী কবরস্থানে সমাহিত করা হবে এই কীর্তিমানকে।