পাকিস্তানের বাজারে বোমা বিস্ফোরণে নিহত ৩০

17

কাজিরবাজার ডেস্ক :
পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত ওরাকজাইয়ে জেলার কালায়া বাজারে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত এবং ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছে। শুক্রবার নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এ খবর করেছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ।
খাইবার পাখতুনখা প্রদেশের মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মাজারি এক টুইট বার্তায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিরাপত্তা সূত্র জানায়, শুক্রবার সকালে ওরাকজাইয়ে হামলাকারী একটি মোটরসাইকেল চালিয়ে এসে উৎসব পালনকারী মানুষের ভিড়ে এবং বাজারে ঢুকে পড়ে বোমা বিস্ফোরণ ঘটনায়। মোটরসাইকেলটিতে বাঁধা ছিল রিমোট চালিত বোমা। নিহতদের মধ্যে তিন শিশু ছিল।
কর্তৃপক্ষ জানায়, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ওরাকজাই পুলিশের সহকারী কমিশনার আব্বাস খান বলেন, ‘প্রতি শুক্রবারেই কোনো না কোনো উৎসবে যেমনটি হয়ে থাকে এটিও তেমনই একটি আত্মঘাতী বোমা হামলা।’ কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
করাচিতে চীনা কনস্যুলেটে হামলাকারীদের হামলার ঘটনার কাছাকাছি সময়েই খাইবার পাখতুনখা প্রদেশের বাজারে এ হামলা হয়।
বেলুচিস্তানে চীনা বিনিয়োগ বিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি চীনা কনস্যুলেটে হামলার দায় স্বীকার করেছে। তবে ওই হামলার সঙ্গে বাজারের এ হামলার ঘটনার কোনো যোগসূত্র নেই বলেই মনে করা হচ্ছে।
এর ২০১১ সালে একই এলাকায় সরকারি উন্নয়ন ও গণপূর্ত ভবনে বিস্ফোরক ভর্তি গাড়ি ঢুকিয়ে দেয় এক আত্মঘাতী বোমা হামলাকারী। এতে ১০ পুলিশসহ ৩০ নিহত এবং ৫০ জন আহত হয়।