আনজুমানে খেদমতে কুরআনের মশারী বিতরণ

10

দেশে ডেঙ্গু জ্বর মহামারী আকার ধারণ করেছে। সারাদেশে প্রায় শতাধিক মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে। ডেঙ্গুর প্রকোপ থেকে জাতিকে রক্ষায় আল্লাহ পাক রাব্বুল আল-আমীনের কাছে মোনাজাত প্রার্থনা করতে হবে। বাসা-বাড়ীর আঙ্গিনা পরিষ্কার রাখার পাশাপাশি ডেঙ্গুর আক্রমণ থেকে সুরক্ষিত থাকতে সচেতনতা বৃদ্ধিও বিকল্প নেই।
গতকাল আন্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে এডিস মশার বাহক ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচীর অংশ হিসেবে সিলেট সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ডের কানিশাইল এলাকায় জনসাধারণের মাঝে মশারী বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা বলেন।
আন্জুমানে খেদমতে কুরআন সিলেটের কার্যনির্বাহী পরিষদের সদস্য, আব্দুল হাকিমের উপস্থাপনায় মশারী বিতরণী অনুষ্ঠান বক্তব্য রাখেন, আন্জুমানে খেদমতে কুরআনের সহ-সভাপতি ও শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (এম.এ) মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, আন্জুমানে খেদমতে কুরআনের সেক্রেটারী, কুদরত উল্লাহ হাফিজিয়া মাদ্রাসার সুপারিটেনডেন্ট ও তাহফিজুল কুরআন বোর্ডের সচিব হাফেজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, আন্জুমানে খেদমতে কুরআনের কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা মাকছুছুল করিম। এসময় উপস্থিত ছিলেন- আন্জুমানে খেদমতে কুরআনের সহকারি অফিস সম্পাদক আবদুল বাছেত মিলন, সংস্থার সদস্য জিল্লুর রহমান, ওলিউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি