সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সিলেট জেলা শাখার সভা

54

বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে সকল এমপিওভুক্ত (স্কুল, কলেজ, মাদরাসা) শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে এক সভা সিলেট সরকারী টিচার্স ট্রেনিং কলেজে শুক্রবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।
খোজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ইছামতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজু সরকার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সারিঘাট উচ্চ বিদ্যালয়, জৈন্তাপুরের প্রধান শিক্ষক বদিউল আলম, সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাজিদ মিয়া, ইছামতি ডিগ্রি কলেজ জকিগঞ্জের প্রভাষক জ্যোতিষ মজুমদার, উত্তর বিশ^নাথ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক স্বপন কুমার দাশ, মানিককোনা ডিগ্রি কলেজ ফেঞ্চুগঞ্জের প্রভাষক আব্দুল মতিন, পনাইরচক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোহর রায়, শাহজালাল কলেজের প্রভাষক জহিরুল ইসলাম, মাহমুদ সুলতান, একলিমিয়া উচ্চ বিদ্যালয় বিশ^নাথের সহকারী শিক্ষক দেবব্রত সাহা, হাফিজ মজুমদার বিদ্যানিকেতন জকিগঞ্জের সিনিয়র শিক্ষিক মোঃ মামুনুর রশীদ, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কানাইঘাটের সিনিয়র সহকারী শিক্ষক রাজ্জাক আহমদ, রমজান রূপজান বগিরঘাট একাডেমীর সহকারী শিক্ষক মোঃ খায়রুল ইসলাম, রশিদিয়া দাখিল মাদরাসার সদর সিলেটের সহকারী শিক্ষক এ.এইচ.এম এ বাছিত, আবু বকর সিদ্দিক। আরো বক্তব্য রাখেন ছয়ফুল আমিন, মোঃ শামসুল  হোসেন, বিবেক কুমার হালদার, মোঃ বদর উদ্দিন, প্রবীর কীর্ত্তনিয়া, মোঃ আলমগীর, রাজিব চন্দ্র দাশ, মোঃ জিয়াউর রহমান প্রমুখ।
আগামী ১১ আগষ্ট শুক্রবার সকাল ১০টায় টিচার্স ট্রেনিং কলেজে পরবর্তী সভা অনুষ্ঠিত হয়ে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি সফল করার জন্য সিলেট জেলার সকল শিক্ষক কর্মচারীবৃন্দকে আহবান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি