বৃষ্টি এলো

23

সাজিয়া ইসলাম (দিবা)

বৃষ্টি এলো বহু প্রতিক্ষার পরে,
সব জ্বড়াজীর্ণতা কাটিয়ে দিয়ে,

তীব্র গরমে যত মানুষের প্রান অতিষ্ঠ,
তখন বৃষ্টি শান্তি নিয়ে এলো করলো ইষ্ট,

বৃষ্টির পানি পেয়ে শুকিয়ে যাওয়া উদ্ভীদ পেলো ফিরে প্রাণ,
কবি আর প্রেমিক মন গাইছে আজ সেই খুশিতে বৃষ্টির গান,

শুকিয়ে যাওয়া মাঠ আজ ভরেছে সবুজ ফসলে,
সব চিন্তা শেষে হাসি ফুটেছে কৃষকের মুখে,

খেটে খাওয়া মানুষ আজ কাজ করে তৃপ্তি পায়,
সবার জীবন যেন বৃষ্টির পরশে আনন্দে ভরে যায়,

প্রকৃতি যেন থাকে এমনি শান্ত স্নিগ্ধ,
তীব্র গরম যেন কাউকে না দেয় কষ্ট,

আল্লাহর কাছে শুধু এই টুকু চাই,
আর কিছু চাওয়ার নাই…।