বানভাসিদের কষ্ট

13

শরীফ সাথী

ভাবতে পারো কেউ?
শমশমাশম বৃষ্টির সাথে
হঠাৎ নদীর ঢেউ।
ইচ্ছে মতোন বিপদসীমা
পাড়ি দেয় জলরাশি,
বাঁধ ভেঙে যায়, যাই ডুবে তাই
বন্যাতে সব ভাসি।
বসতবাড়ি ক্ষেতের ফসল
জলের তলে হায়!
কী করি উপায়?

বানভাসিদের কষ্ট,
সুখের জীবন অতীত হয়ে
আজ যেন সব নষ্ট।