লুটপাট করতে অযৌক্তিকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে – ছাত্রদল

6

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর তালতলা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্টপয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তারা বলেন, বিনাভোটে নির্বাচিত সরকার একের পর এক দেশের প্রতি সেক্টরে লুটতরাজ চালাচ্ছে। তারা বিভিন্ন ব্যাংক লুটপাট করে বিদেশে টাকা পাচার করছে। লুটপাট করতেই অযৌক্তিকভাবে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। দেশের মানুষের উন্নয়ন নয়, তারা নিজেদের উন্নয়ন নিয়েই ব্যস্ত। নেতৃবৃন্দ অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
জেলা ছাত্রদলের সভাপতি আলতাপ হোসেন সুমনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আফসান আহমদের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, সহ-সভাপতি আব্দুল করিম জোনাক, আব্দুল হাসিব, সিহাব খান, তানভীর আহমদ চৌধুরী, ১ম যুগ্ম সম্পাদক হুসাইন আহমদ, যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, জেলার যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, দুলাল রেজা, মহানগর সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, জেলা যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু প্রমুখ। বিজ্ঞপ্তি