সাতবাঁক ইউপির উপ-নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

19

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন মনোনয়ন পত্র যাচাই বাছাই করে নির্বাচনে মনোনয়ন দাখিলকারী ৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন। প্রার্থীরা হলেন আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল মান্নান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম, সাবেক ইউপি সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মইন উদ্দিন মনই, সাবেক কুয়েত প্রবাসী ইঞ্জিনিয়ার আব্দুন নূর। মনোনয়ন পত্র প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের পর আগামী ২৫ জুলাই সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত যে, ইউনিয়নের চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ চেয়ারম্যান পদ থেকে পদ ত্যাগ করে উপজেলা পরিষদের নির্বাচনে অংশ গ্রহণ করায় চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।