মূল্যায়ন

25

আশরাফ আলী চারু

চড়ুই পাখির কালকে বিয়ে
মাখছে হলুদ গায়ে।
দাওয়াত খেতে আইছে টিয়ে
তিন কাঠেরি নায়ে।

আনছে বাবুই ষোল কলা
শালিক আনছে দই।
পেঁচা আনছে ভরে ঝোলা
বিন্নি ধানের খই।

আনছে দোয়েল কোর্মা পোলাও
টিয়ের খালি হাত।
সবাই খেলো ভরলো ঝোলাও
পায়নি টিয়ে ভাত।