কোম্পানীগঞ্জে পাথর তুলতে গিয়ে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

13

স্টাফ রিপোর্টার :
কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর তুলতে গিয়ে মাটি চাপায় রিয়াজ উদ্দিন (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শারপিন আরেফিন টিলা মাজারের উত্তর-পশ্চিমে একটি কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। রিয়াজ উদ্দিন ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকোট গ্রামের রাশিদ আলীর পুত্র।
স্থানীয় সূত্র জানা যায়, কোয়ারি এলাকায় খাস জমি থেকে পাথর তুলতে গিয়ে গর্তে মাটি চাপা পড়ে গুরুতর আহত হন রিয়াজ উদ্দিন। উদ্ধার করে ওসমানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খাস জমিতে করা গর্তে লুকিয়ে পাথর তুলতে গিয়ে মাটি চাপায় রিয়াজ উদ্দিন মারা যান। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলা গত ৬ মাসে পাথর তুলতে গিয়ে গর্ত ধসে অন্তত ১৫ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।