দক্ষিণ সুরমার বিভিন্ন বাজারে মনিটরিং টিমের পরিদর্শন

19

স্টাফ রিপোর্টার :
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জেলা পর্যায়ে গঠিত টাস্কফোর্সের বাজার মনিটরিং টিম দক্ষিণ সুরমায় বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার স্টেশন রোডে বিকেল ৩ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিভিন্ন ফাস্ট ফুডের দোকান, কাঁচা বাজার, মাংসের দোকান, হোটেল রেস্তোরাঁ পরিদর্শন করা হয়।
এতে নেতৃত্ব প্রদান করেন এডিএম মোহাম্মদ নাছির উল¬াহ খান। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুল রাজ্জাক, বিএসটিআই এর ফিল্ড অফিসার ইয়াসিন আরাফাত, খাদ্য পরিদর্শক বিধান কান্তি রায়, দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) খন্দকার মফিদুল ইসলাম, জেলা প্রেসক্লাবের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকরা এডিএম মোহাম্মদ নাছির উল¬াহ খানের সাথে কথা বললে তিনি জানান, আমাদের কয়েকটি টিম কাজ করছে। প্রতিদিন আমরা বাজার মনিটরিং করছি। কোন ব্যবসায়ী যদি ভেজাল খাদ্য বিক্রি করেন বা অন্য কোন ভেজাল সামগ্রী দোকানে রাখেন তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।