চরণ তলে দিও ঠাঁই

26

তারেক লিমন

ক্ষমা চাওয়ার মুখ নেই আমার
তবু ক্ষমা চাই আমি
দয়া করে, হাতটি ধরো
ক্ষমা করো আমায় তুমি।

খালিক তুমি মালিক তুমি
তুমি দয়াময়,
পাপী আমি, জানো তুমি
আজ মনের কোনে ভয়।

ভিক্ষের থালা আমার হাতে
তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই
আপন জেনে, কাছে টেনে
চরণ তলে দিও ঠাঁই…।।