গ্রীষ্মের দুপুর

26

শরীফ সাথী

গরম হাওয়া আসা যাওয়া
তপ্ত রোদ্দুর দুপুর বেলা,
বঙ্গ জুড়ে কাছে দূরে
গ্রীষ্মকালে করে খেলা।
এতটাই তাপ ঝিলিমিল ভাপ
দৃষ্টি মাঝে বসে মেলা,
হঠাৎই মেঘ ঝরায় আবেগ
গুড়ুম বজ্র আলোর ভেলা।
যাই ছুটে যায় দূর সীমানায়
বৃষ্টি বাদল সুরের নূপুর,
মাঠে ঘাটে বিলে ঝিলে
জলে ভরে ডোবা পুকুর।